রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫৮, ৯ জুন ২০২০

দীঘিনালায় ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক পাহাড়ী মেয়েকে নির্যাতন

দীঘিনালায় ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক পাহাড়ী মেয়েকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদকঃ- খাগড়াছড়ি দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের বিরুদ্ধে এক পাহাড়ী মেয়েকে জোরপূর্বক অপহরণ ও নির্যাতনের অভিযোগ করেছে, ভুক্তভোগী পরিবার। অপহরণ এবং নির্যাতনের শিকার ওই পাহাড়ী মেয়ের নাম স্বপ্না চাকমা (২৬)। সে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের লম্বাছড়া গ্রামের তরু চাকমার মেয়ে। গত (৭ জুন) রোববার মধ্যরাতে ৪/৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এসে বাড়ী থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার মধ্য রাতে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের ৪/৫ জনের একটি দল স্বশস্ত্র কায়দায় বাবুছড়া ইউনিয়নের লম্বাছড়া গ্রামে হানা দেয়। পরে তারা তরু চাকমার বাড়ীতে এসে স্বপ্না চাকমাকে খুজাখুজি করে। স্বপ্না চাকমাকে পেয়ে চোখমুখ বেঁধে পার্শবর্তী সোনামিয়া টিলা এলাকার একটি বাড়িতে নিয়ে রাত ভর নির্যাতন চালায়। পরে সকালে ছেড়ে দেয়। স্বপ্না চাকমার সারা শরীরে জখম রয়েছে।

এ ব্যপারে নির্যাতনের শিকার স্বপ্না চাকমা জানান, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকেই প্রথমে চোখ মুখ বেঁধে ফেলে। পরে মারধর করতে করতে রাতে অন্ধকারে অজ্ঞাত স্থানে নিয়ে সারারাত আটকে রেখে নির্যাতন চালায়। পরে সকালে সোনামিয়া টিলা সংলগ্ন এলাকায় একটি বাড়ি বলে ধারণা করতে পারি।

এ ব্যপারে স্বপ্না চাকমার বাবা তরু চাকমা জানান, আমার অবিবাহিত মেয়েটিকে তারা রাত ভর নির্যাতন চালিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সমন্বয়ক দীঘিনালা উপজেলা কমিটির প্রণয় চাকমা জানান, ইউপিডিএফ (প্রসিত) পক্ষের নিকট কেহ নিরাপদ নয়। সকল জুম্ম জনগণ স্বজাতির অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ এখনি হতে হবে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সমন্বয়ক জনপ্রিয় চাকমা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইউপিডিএফ (প্রসিত) পক্ষ প্রতিনিয়ত সাধারণ জনগণের উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে। এ ধরনের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: