রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৬:১৮, ২৮ আগস্ট ২০২০

দীর্ঘ পাঁচ মাস পর খুলল খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র

দীর্ঘ পাঁচ মাস পর খুলল খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র

ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদকঃ- শুক্রবার থেকে ৬ শর্তে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্রগুলো। করোনাভাইরাসের কারনে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটনকেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, শারীরিক অসুস্থ অবস্থায় ভ্রমণ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করা এবং পর্যটন মন্ত্রণালয়ের বিধান অনুসরণ করতে হবে।

করোনার কারণে ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ