রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪২, ৩০ জুলাই ২০২০

দুর্গম বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নির্মিত ছাত্রাবাস উদ্বোধন

দুর্গম বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নির্মিত ছাত্রাবাস উদ্বোধন

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- যাতায়াত ব্যবস্থা ও আবাসন অসুবিধার কারণে দুর্গম এলাকার ছাত্র-ছাত্রীরা যাতে তাদের শিক্ষা গ্রহণে কোন ধরনের বাধার সৃষ্টি না হয় তার জন্য রাঙামাটির বিভিন্ন উপজেলার দুর্গম স্কুল গুলোতে ছাত্রবাস নির্মাণের কাজ হাতে নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। তারই অংশ হিসাবে রাঙামাটির বন্দুক ভাঙ্গা ইউনিয়নের বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৯০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ছাত্রবাসের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙামাটি সদরের দুর্গম বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। 

উদ্বোধনকালে রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর কুমার চাকমা, নোয়াদম রঙচাঙ্যা ক্লাবের সভাপতি কালাইয়া চাকমা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদ ৯০ লক্ষ টাকা ব্যয়ে এই ছাত্রাবাসের নির্মাণ কাজ করেন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়