রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ২৫ অক্টোবর ২০২০

‘দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে’

‘দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে’

দুর্নীতি ও সামাজিক অসংগতির বিরুদ্ধে রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসী, দুর্নীতিবাজ দলের কেউ হলেও ছাড় দেয়া হচ্ছে না।

দুই যুগেরও বেশি সময় অতিবাহিত করে রজতজয়ন্তী উদযাপন করছে প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি বর্ণাঢ্য এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বক্তব্যের শুরুতেই স্বাধীন গণমাধ্যমের বিকাশ ও সংবাদপত্রের সঙ্গে জাতির পিতার সংশ্লিষ্টতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন, পঁচাত্তর-পরবর্তী সরকারগুলোর।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় আমাদের দেশে ছিল যে যতই দুর্নীতি হোক সেগুলোকে ধামাচাপা দেয়া হতো। আর কথাগুলো কার্পেটের নিচে যেভাবে রেখে দেয়, সেভাবে রাখা হতো। আমাদের সরকার আমরা তা করছি না।

সরকার প্রধান বলেন, দুর্নীতির বা অসংগতির কোনও রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে। দুর্নীতিবাজ দলের বড় পদের কোনও নেতা হলেও ছাড় দেয়া হচ্ছে না, উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণের চিন্তা করে সাংবাদিকরা কাজ করবেন। আপনাদের রিপোর্ট অনেক সহায়তা করে।

হয়রানিমূলকভাবে যাতে সাংবাদিকদের গ্রেপ্তার না করা হয়, সেদিকে লক্ষ্য রেখে আইন সংশোধন করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র:- সময় নিউজ
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়