রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:২৫, ২৫ মার্চ ২০২০

দুর্বৃত্তের গুলিতে জেএসএস (সংস্কার)’র কর্মী নিহত, গুলিবিদ্ধ ১

দুর্বৃত্তের গুলিতে জেএসএস (সংস্কার)’র কর্মী নিহত, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির বাঘাইছড়ি রুপকারী এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেএসএস (সংস্কার) দলের এক কর্মী নিহত হয়েছে। এ সময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুদর্বো চাকমার স্ত্রী মিলেবো চাকমা (৩৫) পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর বিষয়টি নিশ্চিত করেন। 

এ বিষয়ে বাঘাইছড়ি জেএসএস (সংস্কার) নেতা সুরেশ কান্তি চাকমা বলেন, দুদর্বো চাকমা ও তার স্ত্রী নিজ বাড়ীতে বসে টিভি দেখছিলো। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তাদেরকে লক্ষ করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনা স্থলেই দুদর্বো চাকমা (৪৫) নিহত হয় এবং তার স্ত্রী পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করে। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। এই ঘটনার জন্য জেএসএস (সংস্কার) প্রতিপক্ষ দল জেএসএস (সন্তু) কে দায়ি করেছে। কিন্তু জেএসএস (সন্তু) হত্যার দায় অস্বীকার করে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়