রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১

দেশে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ২৮ লাখ ছাড়াল

দেশে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ২৮ লাখ ছাড়াল
প্রতীকী ছবি

জাতীয় করোনা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এদের মধ্যে ২৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে বিগত ১৬ দিনে নিলেন মোট ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি হতে জানা যায়, আজ টিকা নেয়া এক লাখ ৮১ হাজার ৪৩৯ জনের মধ্যে এক লাখ ১২ হাজার ৪৮৯ জন পুরুষ এবং ৬৮ হাজার ৯৫০ জন নারী।

অন্যান্য দিনের মতো আজও ঢাকা বিভাগে ছিল সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহীতার সংখ্যা। এ বিভাগে আজ টিকা নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন।

এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ৮৩৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, সিলেট বিভাগে ৮ হাজার ২৮৮ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ৯৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম।
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়