রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫৬, ৩০ নভেম্বর ২০২০

দেশে দুর্নীতি কমেছে: দুদক চেয়ারম্যান

দেশে দুর্নীতি কমেছে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ- ফাইল ছবি


বিগত কয়েক বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০’ প্রতিবেদনের বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ দাবি করেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি যে শুধু সরকারি খাতে হয় তা নয়। দুর্নীতির বিস্তৃতি সর্বব্যাপী।  এতে কোনো সন্দেহ নেই যে,  সমস্যা  যেমন আছে, দুর্নীতিও তেমন আছে। তবে দুর্নীতির বিষয়ে আমরা যেমন কঠোর, সরকারের কমিটমেন্টও (প্রতিশ্রুতি) একই ধরণের কঠোর।

ইকবাল মাহমুদ বলেন, বিগত কয়েক বছরে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে বলে আমি ব্যক্তিগতভাবে ধারণা করছি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়