রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫৭, ২৯ নভেম্বর ২০২০

দেশে দুর্নীতি কমেছে, ধারণা বেশিরভাগ মানুষের

দেশে দুর্নীতি কমেছে, ধারণা বেশিরভাগ মানুষের

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নতুন গবেষণা জরিপে বলা হয়েছে, জনধারণার দিক দিয়ে ভারতের তুলনায় বাংলাদেশে দুর্নীতি অনেক কম। সরকারি সেবা পেতে ভারতে ঘুষ দেয়ার হার ৩৯ শতাংশ। অন্যদিকে বাংলাদেশে এই হার ২৪ শতাংশ।

বাংলাদেশে দুর্নীতি কমেছে বলে মনে করে দেশের বেশিরভাগ মানুষ। সুশাসন ও দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) একটি জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে ৪৭ শতাংশ মানুষ মনে করে দেশে দুর্নীতি কমেছে। আর দুর্নীতি বেড়েছে বলে মন্তব্য করে ৪০ শতাংশ।

২৪ নভেম্বর টিআই-এর নিজস্ব ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এটির শিরোনাম ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০: সিটিজেন্স ভিউজ অ্যান্ড এক্সপেরিয়েন্সেস অফ করাপশন’।

তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা টিআইবি এখনও জরিপটি প্রকাশ করেনি।

এশিয়ার ১৭টি দেশে ২০ হাজার মানুষের মধ্যে জরিপ চালিয়েছে ট্রান্সপোরেন্সি ইন্টারন্যাশনাল। তারা যে জনসেবা খাতগুলো নিয়ে জরিপ চালিয়েছে সেগুলো হলো: পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল, জাতীয় পরিচয়পত্র কার্যক্রম ও গ্যাস-পানি-বিদ্যুতের মতো দরকারি সেবাখাত।

২০১৯ সালের মার্চ থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে এই জরিপ চালানো হয়। অংশগ্রহণকারীদের তার আগের ১২ মাসের অভিজ্ঞতা তুলে ধরতে বলা হয় জরিপে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুত সেবা পাওয়ার জন্য অংশগ্রহণকারীরা ঘুষ দিতে বাধ্য হয়েছিলেন।

এই জরিপ অনুযায়ী, জনধারণার দিক দিয়ে ভারতের তুলনায় বাংলাদেশে দুর্নীতি অনেক কম।

সরকারি সেবা পেতে ভারতে ঘুষ দেয়ার হার ৩৯ শতাংশ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। অন্যদিকে বাংলাদেশে এই হার ২৪ শতাংশ।

সূত্রঃ newsbangla24.com

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়