রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৩৬, ১৮ জুন ২০২১

দেশে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ডোজ টিকা

দেশে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ডোজ টিকা

টিকে বুঝে নিচ্ছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি


দেশে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা। শুক্রবার সকালে টিকার চালানটি চট্টগ্রাম আসে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব টিকা বুঝে নেন। টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার জন্য এক লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজারের জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটির জন্য চার হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ির জন্য তিন হাজার ৬০০ ডোজ এবং বান্দরবানের জন্য তিন হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়।

এর আগে, ৩১ জানুয়ারি প্রথম দফায় চট্টগ্রামে আসে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি চার লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আসে আরো তিন লাখ ছয় হাজার ডোজ।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়