রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:২৮, ২ মার্চ ২০২১

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখের বেশি

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখের বেশি

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখের বেশি-ফাইল ফটো


২০২০ সালে প্রায় ১৯ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার জাতীয় ভোটার দিবস ২০২১ উপলক্ষে প্রকাশিত ভোটার হালনাগাদের তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

ইসির তথ্যানুযায়ী, ২০২০ সালের ২ মার্চ থেকে সর্বশেষ এক বছরে মোট ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এরমধ্যে পুরুষ ১১ লাখ ২৫ হাজার ৭৫৫ জন ও নারী ৭ লাখ ৯২ হাজার ২২০ জন।

এ সময়ে মৃত্যুজনিত কারণে ১৬ হাজার ৪৯৯ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ২৮০ জন ও নারী ৬ হাজার ২১৯ জন।

দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচ জন, নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।

২০২০ সালের ২ মার্চ মোট ভোটার ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ছিল ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন।

ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ পরিচয়ে প্রায় ৪৪১ হিজড়া লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত এক বছরে ভোটার বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ। মোট ভোটারদের মধ্যে নারী ভোটার কিছুটা কমে এখন ৪৯.৪৮ শতাংশ থেকে ৪৯.৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়