রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৪৬, ২৩ এপ্রিল ২০২০

দেশের যে ৬ ভাগ্যবান জেলা এখনো করোনামুক্ত

দেশের যে ৬ ভাগ্যবান জেলা এখনো করোনামুক্ত

ফাইল ফটো


দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ৪৬ দিনের মাথায় দেশের ৫৮টি জেলায় এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মিলেছে। তবে বুধবার পর্যন্ত দেশের ছয়টি জেলায় এই ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তাই জেলাগুলোকে ভাগ্যবান বলাই যায়।

আইইডিসিআরের ওয়েবসাইটে বুধবার রাতে সর্বশেষ সংশোধিত তালিকায় ছয়টি জেলা করোনামুক্ত বলে জানা গেছে। যদিও দুপুরে জানানো হয়েছিল, ছয়টি জেলা করোনামুক্ত। যে ছয়টি জেলায় এখনো করোনা সংক্রমিত হয়নি সেগুলো হল- রাঙামাটি, খাগড়াছড়ি, ভোলা, নাটোর, সাতক্ষীরা ও ঝিনাইদহ।

এরইমধ্যে চারটি বিভাগের সবগুলো জেলায় করোনা সংক্রমিত হয়েছে। সেই চারটি বিভাগ হলো, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানা যায়। এরপর ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ। 

আলোকিত রাঙামাটি