রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

বিনোদন ডেস্কঃ-

প্রকাশিত: ১২:০৫, ৩১ ডিসেম্বর ২০১৯

‘নতুন ছবির ঘোষণা করুন, নয়তো আত্মহত্যা করব’

‘নতুন ছবির ঘোষণা করুন, নয়তো আত্মহত্যা করব’

শাহরুখ খান। ফাইল ছবি


২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় শাহরুখ খানের ‘জিরো’। এতে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ ও আনুশকার মতো হেভিওয়েট অভিনেত্রীরা। তবুও বক্স অফিস ও সমালোচক- সবার কাছেই ছবিটি সুপার ফ্লপ। আর এরপরই যেন হারিয়ে যান কিং খান। মানে, এখন পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেননি। তাইতো ফ্যানেদের চোখে জল।

সেই চোখের জল নিয়ে শাহরুখভক্তরা এবার কঠিন হুমকি দিয়েছেন। ‘হয় পরের বছর পহেলা জানুয়ারির মধ্যে নতুন ছবির ঘোষণা করুন, নয়তো আত্মহত্যা করব’, ‘কেন এ রকম করছ শাহরুখ’, ‘হিরো ছবিটি হিট হয়নি, কিন্তু ডিয়ার এসআরকে, আমার কাছে তুমিই একমাত্র হিরো, কামব্যাক করো প্লিজ’।

সম্প্রতি টুইটার জুড়ে এখন শাহরুখ অনুরাগীদের বেশিরভাগের চিত্রটা ঠিক এমনই। সেই সঙ্গে উঠেছে হ্যাশট্যাগ ঝড় ‘উই ওয়ান্ট অ্যানাউন্সমেন্ট,এসআরকে’। ফ্যানদের দাবি একটাই, ‘ফিরে এসো, কিং খান’।

ভক্তদের পাশাপাশি শাহরুখ কি নিজেও ভেঙে পড়েছেন কিছুটা! ইদানীং পরিবারের সঙ্গেই তাকে বেশি সময় কাটাতে দেখা যায়। গুঞ্জন রয়েছে, দক্ষিণী কোনো পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। শোনা যায় রাজকুমার হিরানির সঙ্গেই নাকি জুটি বাঁধবেন শাহরুখ খান।

তবে কিং খানের ফ্যানদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াটাও স্বাভাবিক। ২০১৮-এর পর এসআরকে’র আর কোনো ছবি মুক্তি পায়নি সেলুলয়েডে। প্রিয় অভিনেতাকে আরো একবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে আসতে দেখতে চান তারা। তবে একজন ভক্ত অভিমান করে এও লিখেছেন, ‘বুড়ো হয়ে গেছ। ছেড়ে দাও অভিনয়’।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়