রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২৮, ২৮ মে ২০২০

নতুন দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

নতুন দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

ফাইল ছবি


ঘূর্ণিঝড় আম্ফানের পর প্রায় প্রতিদিন কালবৈশাখী ঝড় ও বৃষ্টি লেগেই আছে। এরইমধ্যে কালবৈশাখী নিয়ে আবারো দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশব্যাপী কালবৈশাখীর তাণ্ডব আরো তিনদিন থাকতে পারে। এরপর তা ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসবে। 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, কালবৈশাখী ঝড় ২৯, ৩০ ও ৩১ মে পর্যন্ত জোরালো থাকতে পারে। এরপর ১ জুন থেকে আস্তে আস্তে দুর্বল হবে। পাশাপাশি মৌসুমি বায়ু এগোতে থাকবে।

তিনি বলেন, এখন মৌসুমি বায়ু আন্দামান সাগর এলাকায় আছে। জুনের শুরুতে সেই বায়ু বাংলাদেশের দিকে এগোতে থাকবে। সে সময় আকাশ মেঘলা থাকতে পারে। তবে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে।

এদিকে আবহাওয়া অফিসের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়