রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:০৬, ৬ জুন ২০২১

নদীতে মা মাছ নিধন না করতে লংগদুতে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

নদীতে মা মাছ নিধন না করতে লংগদুতে পুলিশের সচেতনতামূলক প্রচারণা
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

।। ওমর ফারুক মুছা, লংগদু ।। রাঙামাটির লংগদু উপজেলার (কাপ্তাই হ্রদের অংশ) কাচালং ও মাইনী নদীতে মা মাছ নিধন না করার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে লংগদু থানা পুলিশ।

শনিবার (৫ জুুন) বিকালে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন এর নেতৃত্বে পুলিশ টিম নৌপথে ডিমওয়ালা মা মাছ নিধন না করতে জনসাধারণের উদ্দেশ্য মাইকিং করে প্রচারণা করেছে।

লংগদু সদর লঞ্চঘাট থেকে শুরু করে মাইনীমুখ ফরেস্ট এলাকা মাইনী ও কাচালং নদীতে এই প্রচারণা চালানো হয়। পরে পূর্ব জারুলবাগান এলাকায় এলাকাবাসীদের নিয়ে সচেতনতা সভা করেন।

 

 


এ সময় লংগদু থানার ওসি আরিফুল আমিন বলেন, ১৫ মে থেকে ২০ জুন পর্যন্ত এই সময় হচ্ছে কাচালং ও মাইনী নদীতে স্রোতের উজানে উঠে মা মাছের প্রাকৃতিকভাবে ডিম ছাড়ার সময়। এ সময় যদি কেউ মা মাছ নিধন না করে তাহলে নদীতে মাছের ভরপুর হবে। মাছের বংশ বিস্তারের জন্য সরকার ১ মে হতে ৩১ জুলাই পর্যন্ত এই তিন কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ ধরা, আহরণ করা, বিপনন ও প্রকৃয়াজাত করা নিষিদ্ধ করেছে। ভবিষ্যতের কথা চিন্তা করে কেউ যাতে এ সময় মাছ নিধন না তার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এরপর তিনি এলাকাবাসীদের শপথ বাক্য পাঠ করান।

আলোকিত রাঙামাটি