রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৬, ১৮ জানুয়ারি ২০২১

নানিয়ারচরে লীন প্রকল্পের বাৎসরিক পুষ্টি বিষয়ক বাজেট বিশ্লেষণ সভা

নানিয়ারচরে লীন প্রকল্পের বাৎসরিক পুষ্টি বিষয়ক বাজেট বিশ্লেষণ সভা
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ- নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের আয়োজনে ও (লীন) প্রকল্পের সহযোগিতায় সাবেক্ষ্যং ইউনিয়নে (লীন) প্রকল্পের বাৎসরিক পুষ্টি বিষয়ক বাজেট বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নানিয়াচর ২নং ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়। (লীন) প্রকল্পের নানিয়ারচর শাখার কো অডিনেটর রুনু চাকমা ও (লীন) প্রকল্পের নানিয়ারচর উপজেলার ফিজিনেটর নির্মল চাকমা’র সঞ্চালনায় সাবেক্ষ্যং ইউনিয়নের (লীন) প্রকল্পের বাৎসরিক পুষ্টি বিষয়ক বাজেট প্রকল্প বিশ্লেষণে উক্ত ইউনিয়নের (লীন) প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় সাবেক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম প্রিয় চাকমা, শান্তি জীবন চাকমা, সুশান্ত চাকমা, চম্পা চাকমা সহ প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা শুসান্ত চাকমা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা (লীন) প্রকল্পের প্রশংসা করে বলেন, এই ধরনের সংগঠনের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের নানান ধরনের সুবিধা হয়ে থাকে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়