রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫৯, ৩০ জানুয়ারি ২০২১

নানিয়ারচরে আগুন লেগে ঘরের অর্ধেক অংশ পুড়ে ছাই

নানিয়ারচরে আগুন লেগে ঘরের অর্ধেক অংশ পুড়ে ছাই

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ির দূর্গম এলাকায় মোঃ আব্দুল মালেকের টিন সেড বাসায় শুক্রবার (২৮ জানুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় আগুন লেগে ঘরের অর্ধেক অংশ পুড়ে ছাই। পরে এলাকাবাসীর ও আনসার সদস্যদের সহোযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘরের মালিক মোঃ আব্দুল মালেক মুঠো ফোনে জানান, বিকেল ৫টার পরে আমার পরিবারের ২ জন মহিলা তারা আমার পালিত ছাগল গুলো বাড়িতে আনতে মাঠে যায় এবং আমি ও বাসায় ছিলাম না। শুন্যে বাসায় হঠাৎ আগুনের খবর শুনে ছুটে আসি। যতটুকু ধারণা করি কারেন্ট এর বোর্ডের বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটির ফলে লেগেছে এবং এ নিয়ে কারো প্রতি আমার দোষারোপ নেই কারন আমার কনো শত্রু নেই। শারীরিক ভাবে কারো ক্ষয়-ক্ষতি না হলেও নগদ ৪৫,০০০ টাকা সহ ঘরের আসবাবপত্র মিলিয়ে আনুমানিক ২,৫০,০০০ টাকার সম্বল হারিয়েছি।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: