রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২২:৪২, ২ মে ২০২০

নানিয়ারচরে (ইউপিডিএফ) মূল দলের চাঁদা কালেক্টর আটক

নানিয়ারচরে (ইউপিডিএফ) মূল দলের চাঁদা কালেক্টর আটক

আটক চাঁদা কালেক্টর সুবন্ত চাকমা ছবি: আলোকিত রাঙ্গামাটি


রাঙামাটির নানিয়ারচরে যৌথবাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল দলের এক চাঁদা কালেক্টরকে আটক করা হয়েছে।

আটক ইউপিডিএফ’র চাঁদা কালেক্টরের নাম সুবন্ত চাকমা। সে নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকার রন্জন চাকমা’র ছেলে।

জানা যায়, শনিবার (২ মে) দুপুরে যৌথ বাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর উপজেলার ১৭ মাইল নামক স্থানে অভিযান চালিয়ে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল দলের চাঁদা কালেক্টর সুবন্ত চাকমা কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ১,৭৭০ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে (ইউপিডিএফ) মূল দলের একজন সক্রিয় চাঁদা কালেক্টর বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিকাল ৪ টার দিকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়