রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৫১, ১৭ মে ২০২০

নানিয়ারচরে কারেন্ট জাল জব্দ

নানিয়ারচরে কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির নানিয়ারচরে অবৈধভাবে মাছ ধরার চেষ্টাকালে কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) সকাল ৮টায় নানিয়ারচর উপজেলা সদরের পুরাতন বাজারের পার্শ্বে কাপ্তাই লেক হতে মাছ ধরার চেষ্টাকালে জনগণের সহায়তায় বিপুল পরিমাণে কারেন্ট জাল জব্দ করেছে নানিয়ারচর থানা পুলিশ। 

এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। উক্ত কারেন্ট জাল সকাল ১০টার সময় উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী অফিসার শিউলী রহমান তিন্নি, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস সহ অন্যান্যদের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা।

উল্লেখ্য যে, আগামী তিন মাস কাপ্তাই লেকে মৎস আহরণ সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আলোকিত রাঙামাটি