রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:১১, ১২ মার্চ ২০২০

নানিয়ারচরে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা

নানিয়ারচরে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা

নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে, পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের (৩য় পর্যায়) বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি এর আয়োজনে নানিয়ারচর উপজেলা খাদ্য নিরাপত্তা প্রকল্পের কো-অডিনেটর করুনাশীষ চাকমা এর সভাপতিত্বে পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের (৩য় পর্যায়) বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালায় উপস্হিত ছিলেন, রাঙামাটি মার্কেটিং ডেভেলপমেন্ট কর্মকর্তা রত্না জৌতি চাকমা, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা জৌতিলাল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ছাড়াও বর্ণিত প্রকল্পের কর্মকর্তা এবং কর্মচারীগণ এসময় উপস্হিত ছিলেন।

উল্লেখ্য, কৃষি উপকরণ ও সেবা পাওয়ার ক্ষেত্রে কৃষক, সেবাদানকারী ও কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি বা জোরদার করনের লক্ষে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়