রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৩৯, ২১ জানুয়ারি ২০২১

নানিয়ারচরে দিনব্যাপী পিঠা উৎসব

নানিয়ারচরে দিনব্যাপী পিঠা উৎসব

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকালে নানিয়ারচর উপজেলা মাঠে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি। 

পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল এ কে এম সালাহ উদ্দিন আজাদ পিএসসি, নবাগত নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল হাসান পিএসসি।

আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ প্রমুখ। 

দিনব্যাপী পিঠা উৎসবে ২০টি ষ্টলে বিভিন্ন নামের প্রায় ৩৫টির মতো পিঠা প্রদর্শিত হচ্ছে। নানিয়ারচরের স্থানীয় জনগণ পিঠা উৎসব ঘুরে দেখেন এবং পিঠা ক্রয় করেন।

পিঠা উৎসব পরিদর্শন শেষে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি বলেন, এ বছর এত বড় আয়োজন ও এত স্টল হবে আমি ভাবতেও পারিনি, যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: