রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

||মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধি ||

প্রকাশিত: ১১:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২১

নানিয়ারচরে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

নানিয়ারচরে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

||মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধি|| রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম বুড়িঘাটে মালবাহী ট্রাক পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বুড়িঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ড্রাইভার হলেন, মনির হোসেন মনু (৪০)। সে রানীর হাট থানাধীন মোঃ আমীর হোসেন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচর বুড়িঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্বে মোঃ আলামিন এর স'মিলে ট্রাকে থাকা গোল কাঠ আনলোড করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ড্রাইভার। ট্রাক ড্রাইভার এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান।

এদিকে, নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে পুলি পাড়া এলাকায় আনারস বহনকারী ট্রাক উল্টে মোঃ পারভেজ নামে এক ড্রাইভার গুরুতর আহত হয়। আহত ড্রাইভার রানীর হাট থানাধীন মোঃ আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২রা ফেব্রুয়ারী) রাত ৯টায় বুড়িঘাট হতে চট্টগ্রাম গমনের সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ড্রাইভারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। 
 

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: