রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:২১, ২০ ফেব্রুয়ারি ২০২১

নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত

নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত

নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঐতিহ্যবাহী রত্নাংকুর বনবিহারের বর্ষপূর্তি উৎসব ও মাঘী পূর্ণিমা পালিত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নানিয়ারচর রত্নাংকুর বনবিহার পরিচালনা কমিটির আয়োজনে নানিয়ারচর রত্নাংকুর বনবিহারে এ আয়োজন করা হয়।

আয়োজনে বুদ্ধ পূজা, সীবলী পূজা, উপগুপ্ত ভান্তে পূজা, অষ্টপরিষ্কার দান, সংঘদান, পিণ্ডদান সহ নানাবিধ দান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ভিক্ষু সংঘের প্রধান ড. জিনবোধী মহাস্থবির, বিহার অদ্যক্ষ শ্রিমৎ বিশুধানন্দ মহাস্থবির সহ স্থানীয় ভান্তে ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এ সময় পৃথীবির সকল মানুষের সুখ-শান্তি কামনা সহ মহামারী থেকে দেশ ও জাতি যাতে মুক্তি পায় তার জন্য বিশেষ পার্থনা করেন বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুকরা।

আলোকিত রাঙামাটি