রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৮:০৯, ২৫ সেপ্টেম্বর ২০১৯

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে, মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫  সেপ্টেম্বর) সকাল ১১টায় নানিয়ারচর উপজেলা পরিষদ  মিলনায়তনে, উপজেলা প্রশাসনের আয়োজনে- নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসউদ পারভেজ মজুমদার এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ৭ ইবি'র সিও বিএ- ৬৬৯৩ লেঃ কর্নেল মো: কাইয়ুম হোসেন, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর থানার ওসি মো: কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুর জামান হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।

এছাড়াও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত চাকমাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গোয়েন্দা সংস্হার প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।

নানিয়ারচর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাঃ আলতাফ হোসেন জানান, প্রত্যন্ত এলাকা হতে উপজাতীয় অসুস্থ রোগীদের স্বাস্হ্য কমপ্লেক্সে আসতে বাঁধা প্রদান করা হচ্ছে।

সভায় সম্প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে পোস্টারিং করার জন্য নিন্দা জ্ঞাপন করেন। ঘটনার মূল হোতাদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এছাড়াও আগামী আইন শৃঙ্খলা সভায় হেডম্যান ও কার্বারীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

জোন সিও তার বক্তব্যে আসন্ন শারদীয় দূর্গাপূজায় সম্ভাব্য নাশকতা রোধে ৩/৪ স্তরের নিরাপত্তা থাকবে বলে সকলকে অবগত করেন। এছাড়া তিনি বলেন, পূজা চলাকালীন শুধুমাত্র ৩টি স্হানে নৌকা ভিড়বে। 

যারা নানিয়ারচর বাজারে থেকে বিভিন্ন আঞ্চলিক দলের সাথে গোপন যোগাযোগ করে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জোন অধিনায়ক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোকিত রাঙামাটি