রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৩১, ২৫ জানুয়ারি ২০২১

নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারী) সকালে নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর জোন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সাদেকুল ইসলাম, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার নুয়েন খীসা, উপজেলা আনসার কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান-কার্বারি, ওয়ার্ড প্রতিনিধি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নানিয়ারচরে সম্প্রতি তাবলীগ জামাতের মাওলানা সাদ মতাদর্শদের বিভিন্ন মসজিদে ঢুকতে না দেয়া বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিনিধি, মসজিদ কমিটি ও তাবলীগ জামাতের স্থানীয় নেতৃত্ব সহ মসজিদের ইমাম দের নিয়ে অচিরেই সমাধানের জন্য বৈঠকে বসতে হবে। সামনে যাতে কনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি, আইন শৃংখলা বাহিনী, কর্মকর্তা কর্মচারি, হেডম্যান কার্বারি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে মিলে জনসচেতনতা বৃদ্ধির কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়