রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৬:০২, ১২ নভেম্বর ২০১৯

নানিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা

নানিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা

রাঙামাটির নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অংহল্লাপ্রু মার্মা এর সভাপতিত্বে উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভান্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্হিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরশেদ আলম, উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: সরোয়ার কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজাউল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অংকাচিং মার্মা। এছাড়াও উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্হিত ছিলেন।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরশেদ আলম উপস্হিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আগামী ১৭ নভেম্বর সমাপনী পরিক্ষা শুরু হবে, অতএব উপজেলাধীন সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যেন সুস্হ এবং সুন্দর ভাবে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করেন।

তিনি আরো বলেন, পরিক্ষা চলাকালীন কেন্দ্রের পরিবেশ যেন সুন্দর ও মনোরম থাকে। পরীক্ষার কেন্দ্রে অশোভনীয় নিয়ম বহিভুত কার্যক্রম করা যাবেনা। সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ যেন মানসম্মত একটা রেজাল্ট করতে পারে সেই জন্য শিক্ষকদের কে প্রেষনা প্রদান করেন।

আলোকিত রাঙামাটি