রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১২:৩৬, ৩০ অক্টোবর ২০১৯

নানিয়ারচরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নানিয়ারচরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ও ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে নানিয়ারচরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন ও জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসউদ পারভেজ মজুমদার এর সভাপতিত্বে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর- ২০১৯ ও বিশ্ব হাত দোয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা । বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর ওহাব হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুর জামান হাওলাদার, নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ