রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৪:৪৭, ২০ এপ্রিল ২০২১

নানিয়ারচরে ১০ দিনের ব্যবধানে আবারো মিনি ট্রাক উল্টে হতাহত শূন্য

নানিয়ারচরে ১০ দিনের ব্যবধানে আবারো মিনি ট্রাক উল্টে হতাহত শূন্য

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- পাহাড়ের গাড়ি দূর্ঘটনা যেন দিন দিন বেরেই চলেছে। রাঙামাটির নানিয়ারচরে চলতি মাসের ১০ এপ্রিল শনিবার উপজেলার ঘিলাছড়ি, সমাজ কল্যাণ, বুড়িঘাট সড়কে মিনি ট্রাক উল্টে ড্রাইভার সহ ৬ জন গুরুতর আহত হলে তাদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।

ঠিক ১০ দিন পর ২০ এপ্রিল মঙ্গলবার সেই স্থান হতে প্রায় দেড় কিলো দুরে দুপুর ১২.৩০ মিনিটে নানিয়ারচর রামহরি পাড়ায় আরেকটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ধাক্কায় উল্টে যায়।

রানীর হাট এলাকার মোঃ রাজা মিয়ার ছেলে ড্রাইভার মোঃ নাজিম উদ্দিন ও হেল্পার মোঃ সোহেল গাড়িতে থাকলে তৎক্ষণাৎ গাড়ি উল্টে গেলেও তেমন কনো বড় ধরনের আঘাত না পাওয়ায় চিকিৎসার জন্য কোন পদক্ষেপ নেয়নি বলে মুঠোফোনে জানায় ড্রাইভার নাজিম। 

তিনি আরো বলেন, প্রায় ২ টন কংক্রিট নিয়ে বুড়িঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কাজে নেয়ার পথে এ ঘটনা ঘটে।

আলোকিত রাঙামাটি