রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

নারীর ক্ষমতায়নে কাপ্তাইয়ে মোড়া, কুলা ও চালুনি তৈরী বিষয়ক কর্মশালা

নারীর ক্ষমতায়নে কাপ্তাইয়ে মোড়া, কুলা ও চালুনি তৈরী বিষয়ক কর্মশালা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে ও উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে দরিদ্র নারী সমবায়ীদের ক্ষুদ্র কুটির শিল্প বিকাশে সপ্তাহব্যাপী মোড়া, কুলা ও চালুনি তৈরী বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রোববার ( ২৮ ফেব্রুয়ারী) থেকে উপজেলা বিআরডিবি মিলনায়তনে শুরু হয়েছে। 

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, কাপ্তাই ইউসিসিএ'র সভাপতি স্বপন বড়ুয়া। 

প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন হতে ৩০ জন দরিদ্র সমবায় নারী অংশ নিয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়