রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৩৬, ৩ মার্চ ২০২০

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তামিম

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তামিম

সর্বোচ্চ স্কোরের পথে তামিম


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বহুদিন পর হেসেছে তামিম ইকবালের ব্যাট। হাতের উইলোকে তরবারী বানিয়ে কচুকাটা করেছেন প্রতিপক্ষের বোলারদের। এমন রুদ্রমূর্তিতে নিজের পুরনো রেকর্ড নতুন করে গড়েছেন তিনি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি নতুন করে নিজের নামে লিখিয়েছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান। 

এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসের মালিকও ছিলেন তামিম। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের এক ইনিংস খেলেছিলেন তিনি। এতদিন এটাই ছিল টাইগারদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তবে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫৮ রানের ইনিংস খেলে নিজের পুরনো রেকর্ড ভেঙেছেন এ ড্যাশিং ওপেনার।

এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তামিম। ৪২ বলে অর্ধশতক পূরণের পর ১০৬ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ শতক। এরপর যেনো বল সীমানাছাড়া করার মিশনে নামেন তিনি। তাই যেনো পরবর্তী ২৬ বলে স্পর্শ করেন দেড়শ রানের মাইলফলক। শেষ পর্যন্ত ১৩৬ বলে ১৫৮ রানের অনবদ্য এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন চট্টলার খান সাহেব।

বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৪৪ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে এই রান করেন তিনি। একই বছরে ১৪৪ রান করে তালিকার চারে আছেন ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় এই কীর্তি গড়েন এই বাঁহাতি ওপেনার।

তালিকার সেরা পাঁচে এরপরই আছেন সাকিব আল হাসান। ২০০৭ সালে এন্টিগায় কানাডার বিপক্ষে অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন এই টাইগার অলরাউন্ডার।

আলোকিত রাঙামাটি