রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৩৮, ১ অক্টোবর ২০২০

‘নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নারীর উন্নয়ন সম্ভব নয়’

‘নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নারীর উন্নয়ন সম্ভব নয়’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নারীর উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, নারীরা এমন বয়সেও লালসার স্বীকার হয়, যে সময় তারা এসব বিষয়ে জানতে বা বুঝতে পারেনা। প্রতিটি নারীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীর নিরাপদ অবস্থান তৈরি করে দিতে যে যার ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে। অন্যথায় নারীদের উন্নয়ন সম্ভব নয়।

কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) শহীদ সামশুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা ও শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এতে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, শহীদ সামশুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, ম্যানেজিং কমিটির সদস্য মীর মহাসিন উল হক, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর বেগম মিতা। 

শিক্ষক উত্তমের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার সালেহ আহম্মদ সেলিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, অর্থ সম্পাদক নূর হোসেন মামুন প্রমুখ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়