রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৫৬, ২৬ জুন ২০২০

পরিবেশ রক্ষায় ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

পরিবেশ রক্ষায় ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

।। কাউখালী রাঙ্গামাটি ।। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করেছে ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগ।

শুক্রবার (২৬ জুন) সকালে ঘাগড়া জামে মসজিদ, শ্রী শ্রী গীতা মন্দির এবং বৌদ্ধ বিহারে ২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুল আবছার (টিপু), কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরমান, যুগ্ম সম্পাদক প্রিয়জিৎ পাল, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পাভেল, যুগ্ম সম্পাদক হিরো এবং ঘাগড়া ইউনিয়নের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি নুরুল আবছার (টিপু) জানান, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী বৃক্ষরোপণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিতায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আলোকিত রাঙামাটি