রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:২৯, ১৯ মে ২০২১

কাপ্তাইয়ে

পর্যটকদের আগমন ঠেকাতে ভ্রাম্যমান আদালতের মামলা ও জরিমানা

পর্যটকদের আগমন ঠেকাতে ভ্রাম্যমান আদালতের মামলা ও জরিমানা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- চলতি লকডাউনের সময় পর্যটকদের আগমন বেড়ে যাওয়ায় কাপ্তাইয়ের প্রবেশমুখ রেশমবাগান পুলিশ চেকপোস্টে গত মঙ্গলবার (১৮ মে) ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান অহেতুক কাপ্তাইয়ে প্রবেশ, সড়ক পরিবহন আইন অমান্যসহ বিভিন্ন অপরাধে ২৪টি মামলায় ৬ হাজার ৭শ' টাকা জরিমানা আদায় করেন।

এরমধ্যে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫টি মামলায় ১ হাজার, ২৬৯ ধারায় ১৭টি মামলায় ৫ হাজার ১শ' টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ২টি মামলায় ৬শ' টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে এসময় বেড়াতে আসা পর্যটকদের কাপ্তাইয়ে ঢুকতে না দিয়ে উল্টোপথে ফিরিয়ে দেওয়া হয়। রেশমবাগান পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়