রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২০

পাঃ চঃ নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

পাঃ চঃ নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দরা।

শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কাজী মজিবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে একটি চিহ্নিত স্বার্থন্বেষী মহল। তাই উপজাতীয় জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে রাজনৈতিক ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং দুষ্কৃতিকারীরা দীর্ঘদিনের স্বাধীন ‘জুম্মল্যান্ড’ তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াস চালাচ্ছে। পাহাড়ে বাঙালি ও পাহাড়ীদের মধ্যে সহিংসতা ও সংঘাত তৈরি করে এবং পাহাড়ীদের বিপন্নতা প্রদর্শন করে আন্তর্জাতিক মহলের সহানুভূতি অর্জনের মাধ্যমে অশুভ উদ্দেশ্যে বাংলাদেশের স্পর্শকাতর জাতীয় ইস্যুতে বিদেশি শক্তিকে জড়ানো হচ্ছে। তা কোন ক্রমে শুভকর নয়।

তাই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গঠন করা হয়েছে। পাহাড়ী-বাঙালি ভেদাভেদ ভুলে আমরা চাই সকলে মিলে পার্বত্য এলাকায় শান্তির সু-বাতাস গড়ে তুলতে। তাই পার্বত্য এলাকায় শান্তির নীর বির্নিমানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

পরে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভূঁইয়াকে সভাপতি ও মোঃ আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইন উদ্দিন ও মোঃ সোলায়মানকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়