রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৫, ২৮ জানুয়ারি ২০২০

‘পার্বত্য অঞ্চলে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন’

‘পার্বত্য অঞ্চলে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন’

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের (এসএসসি) ও (এসএসসি ভোকেশনাল) পরীক্ষাথীর্দের বিদায় সংবধর্না অনুষ্ঠান মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ঞোমং মারমার সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক কনক বড়ুয়া'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী অফিসার মো:শেখ ছাদেক, চন্দ্রঘোনা থানার ইনচার্জ মো: আসরাফ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।

 

 

এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন রুবেল, নিউচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, মহিলা আওয়ামী লীগের সভাপতি লংপতি ত্রিপুরা, প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য বিশ্বনাথ চৌধুরীসহ শিক্ষার্থী, অভিভাবক,গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, রাজস্থলী সহ পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থায় রাজস্থলী উপজেলাতে ২টি সরকারী কলেজ জাতীয়করণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, পাহাড়ের মানুষের শান্তির জন্য শেখ হাসিনার সরকার দৃশ্যমান উন্নয়ন করে চলেছেন।

রাজস্থলী উপজেলায় এখনো যে সকল উন্নয়ন হয়নি আগামীতে করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

আলোকিত রাঙামাটি