রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:১৩, ১৭ জুন ২০২০

পাহাড় ধসের আশংকা; নানিয়ারচরে প্রশাসনের মাইকিং

পাহাড় ধসের আশংকা; নানিয়ারচরে প্রশাসনের মাইকিং

নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ঝুকিপূর্ণ এলাকাসমুহে অতি বৃষ্টি, ভারী বর্ষণে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের আশংকায় নানিয়ারচর উপজেলার জনগণ কে সতর্ককরণের লক্ষে মাইকিং করে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় নানিয়ারচর উপজেলার ঝুকিপূর্ণ এলাকাসমুহে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান (তিন্নি) এর আদেশ ক্রমে বৈরী আবহাওয়ায় অতি বৃষ্টি, ভারী বর্ষণে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাবনায় নানিয়ারচর উপজেলার জনগণ কে সতর্ককরণের লক্ষে মাইকিং করে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। 

এ সময়ে অতি বৃষ্টি, ভারী বর্ষণে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে বিধায় পাহাড়ের পাদদেশে ও ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী সকলকে নিকটবর্তী ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহবান জানানো হয়।

আলোকিত রাঙামাটি