রাঙামাটি । মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫২, ১১ জুন ২০২০

পাহাড়ী তরুণী নির্যাতনের ঘটনায় দীঘিনালা থানায় মামলা

পাহাড়ী তরুণী নির্যাতনের ঘটনায় দীঘিনালা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধিঃ- খাগড়াছড়ি দীঘিনালায় এক পাহাড়ী নারীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নির্যাতিতার ফুফাত ভাই বিজয় চাকমা বাদী হয়ে পাঁচ (৫) জনের নাম উল্লেখ্য করে ১০/১২ জন অজ্ঞাত আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন রাত এগারোটার দিকে মামলার এক নম্বর আসামী আদে চাকমা (৫০) এর নেতৃত্বে ৫ জন এবং অজ্ঞাত ১০/১২ জনের দুর্বৃত্তরা থাকার ঘরের বাশের দরজা ভেঙে চোখ মুখ বেঁধে ৫/৬ কিলোমিটার দূরে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে রাতভর নীলাফুলা জখম করে নির্যাতন চালায়। পরদিন ৮ জুন সকাল ৯টার দিকে সাধনাটিলা এলাকায় ছেড়ে দেয়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিতার ফুফাত ভাই বিজয় চাকমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: