রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:২২, ৪ নভেম্বর ২০২০

পাহাড় ধ্বসে সারাদেশের সাথে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

পাহাড় ধ্বসে সারাদেশের সাথে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়িতে ভারী বর্ষণের ফলে নেমে আসা পাহাড়ী ঢলের কবলে পরে মারিশ্যা দিঘিনালা সড়কের ২ কিমি এলাকায় সড়ক ধসে গিয়ে সারাদেশের সাথে বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

এতে চরম ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ যাত্রী। এখন পর্যন্ত সড়ক মেরামতের জন্য কোন পক্ষই এগিয়ে আসেনি।  

খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তা সবুজ চাকমা বলেন, আমরা সংবাদ পেয়েছি আমাদের গাড়ী ও লোকজন দিঘিনালা থেকে সড়ক মেরামতের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এমন ভারী বর্ষণ চলতে থাকলে মেরামত কাজে ব্যাঘাত ঘটবে। 

উল্লেখ যে, এক মাসের মধ্যে এনিয়ে মাটি ধসে ৩ বার সড়ক যোগাযোগ বন্ধ হলো, স্থানীয়দের দাবী সড়কটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করে ভোগান্তি নিরসনে উদ্যোগ গ্রহণ করতে হবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ