রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৮:২৭, ২৫ অক্টোবর ২০১৯

‘পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

‘পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

২৯৯ নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাছাই করে হত্যা করছে পাহারের আঞ্চলিক দল গুলোর সশস্ত্র সন্ত্রাসীরা। এ সকল অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে জনগণকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

২৯৯ নং সংসদ সদস্য দীপংকর তালুকদার শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলার ধর্মীয় উপাসনালয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ধর্মীয় গুরুদের জিম্মি করে অবস্হান করে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, এ সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কোনভাবেই সন্ত্রাসীদের আস্তানায় পরিনত করা যাবেনা। এজন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদীব কান্তি দাশ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব হাওলাদার এর সঞ্চালনায় ত্রি বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন। এছাড়াও জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন  আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার ও সাধারণ সম্পাদক এলিপন চাকমা নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ত্রি-বার্ষিক কাউন্সিলে ১৬২ জন কাউন্সিলার ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে আব্দুল ওহাব হাওলাদার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী ত্রিদীব কান্তি দাশ পেয়েছেন ৭৫ ভোট।

অপরদিকে, সাধারণ সম্পাদক পদে এলিপন চাকমা ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী এ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু পেয়েছেন ৫৩ ভোট।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়