রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৫২, ১১ মার্চ ২০২০

পুঁজিবাজারকে চাঙ্গা করতে ২০০ কোটি টাকার তহবিল

পুঁজিবাজারকে চাঙ্গা করতে ২০০ কোটি টাকার তহবিল

সোনালী ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে আরও বিনিয়োগের উদ্দেশ্যে ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যেই সোনালী ব্যাংক লিমিটেড উক্ত ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বলে জানা গেছে।

বিরাজমান অবস্থার প্রেক্ষাপটে পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংকের গত ১০ ফেব্রুয়ারী জারীকৃত প্রজ্ঞাপনের আলোকে ব্যাংকটি লিমিটেড তার নিজস্ব তহবিল হতে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তহবিল গঠন করেছে।

এতে সামগ্রীকভাবে শেয়ারবাজারে তারল্য বৃদ্ধির কারনে বিনিয়োগকারীদের আস্থা দৃঢ়তর হবে মর্মে সংশ্লিষ্টরা আশা পোষণ করেছে।

গত রোববার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। পুঁজিবাজারকে চাঙ্গা করতে ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ হিসেবে ১০ ফেব্রুয়ারি এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

আলোকিত রাঙামাটি