রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩২, ৩১ জুলাই ২০২০

প্রকৃতি সবুজায়নে ২য় বারের মত বৃক্ষরোপণ করলো ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগ

প্রকৃতি সবুজায়নে ২য় বারের মত বৃক্ষরোপণ করলো ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগ

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ- "মুজিববর্ষের অঙ্গিকার দেশ হবে সবুজে সমাহার" এই স্লোগান কে সামনে রেখে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ২য় বারের মত বৃক্ষরোপণ করেছে ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঘাগড়া জামে মসজিদ, শ্রী শ্রী গীতা মন্দির বৌদ্ধ বিহার এবং ঘাগড়া রাস্তার আসেপাশে ১০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুল আবছার (টিপু), কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরমান, যুগ্ম সম্পাদক প্রিয়জিৎ পাল, এবং ঘাগড়া ইউনিয়নের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি নুরুল আবছার (টিপু) জানান, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী বৃক্ষরোপণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়!

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়