রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৪০, ২৬ ডিসেম্বর ২০২০

প্রণোদনার ঋণ পেলেন যশোরের ৮০ ফুলচাষি

প্রণোদনার ঋণ পেলেন যশোরের ৮০ ফুলচাষি

সরকারি প্রণোদনার ঋণ পেলেন যশোরে ঝিকরগাছা উপজেলার গদখালীর ৮০ ফুল ফুলচাষি। ঘূর্ণিঝড় আম্পান ও মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের মাঝে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে পানিসারা ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মার্কেন্টাইল ব্যাংকের কৃষি ঋণ বিভাগের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত ফজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জি ডব্লিউ এম মোর্তজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে ৮০ জন ফুলচাষির মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা ঋণ দেয়া হয়। ফুলচাষিরা ৪ শতাংশ সুদে এ ঋণ পেয়েছেন। বক্তারা ঋণ গ্রহণকারীদের সঠিক সময়ে ঋণ পরিশোধের আহ্বান জানান যাতে আগামীতে অন্য চাষিরা এ সুবিধা পেতে পারেন।

সূত্রঃ সময় টিভি

আলোকিত রাঙামাটি