রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

প্রবীণদের সামাজিক নিরাপত্তার পরিধি বাড়িয়েছে সরকার

প্রবীণদের সামাজিক নিরাপত্তার পরিধি বাড়িয়েছে সরকার

বর্তমান সরকারকে প্রবীণ বান্ধব উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রবীণদের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ ভবনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)’র ৫৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আজকের প্রবীণরাই তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশকে উন্নত করার সুমহান প্রত্যয় নিয়ে কাজ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক সময়ের অচেনা বাংলাদেশকে এরই মধ্যে সারা বিশ্বের রোল মডেলে পরিণত করতে সমর্থ হয়েছেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, প্রবীণদের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্যাপক হারে কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমে প্রবীণদের অন্তর্ভুক্তির সংখ্যা বাড়ানো হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমানে ৪৯ লাখেরও বেশি প্রান্তিক প্রবীণ নাগরিক মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। ২০১৯-২০ অর্থবছরে ১১২টি উপজেলাকে শতভাগ বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে বাইগাম’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহের হোসেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ