রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৭:২১, ১৪ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

প্রেমিক কান্ডারী ...

প্রেমিক কান্ডারী ...

কতোবার আমি ছুটে ছুটে যাই
শ্রাবণের দিনে খালি পায়,
লোকে বলে বলুক যতো খুশী যা খুশী
কদমের মতো প্রিয়া ডাকছে ইশারায়।

যতোবার ভালোবেসে কাছে গেছি
ততোবার নামে বৃষ্টি অথবা ভাটার টান,
আমি যতো করি পাগলামী তার ততো দ্বীর্ঘশ্বাস
এ ও করে গুঞ্জন আমি ধরি প্রেমের গান।

বাতাসে বনসাই পোড়া গন্ধ
ধামাচাপা দিয়ে কোন মতে কবেই হৃদয় করেছি বন্ধ

তবুও মত্ত প্রেমিক হয়ে যত পাড়ি দিই কুয়াশা
তার নীল আঁচলে ফুটে থাকে আমার গোপন ভালোবাসা।

আলোকিত রাঙামাটি