রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৪:১৯, ১ মার্চ ২০২১

‘প্রেসক্লাবে বহিরাগত প্রবেশে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে’

‘প্রেসক্লাবে বহিরাগত প্রবেশে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে’

আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি


জাতীয় প্রেসক্লাবের ভেতরে বহিরাগতদের প্রবেশ না করতে প্রেসক্লাব কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ অনুষ্ঠান শেষে এ আহ্বান জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রেসক্লাবে সচরাচর পুলিশ ঢোকে না। রোববার প্রেসক্লাবের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিল। এতে দু-একজন পুলিশ হয়তো ঢুকেছে। সেখানে পরিস্থিতি অতিমাত্রায় চলে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে পুলিশ। এটা একটা কৌশল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জাতীয় প্রেসক্লাবের ভেতর যেন বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে সে বিষয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রেসক্লাব তো আপনাদের। আপনারাই এ দায়িত্ব নিশ্চিত করুন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়