রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৪:৫২, ১ জুন ২০২১

ফকিরাঘোনা-কেপিএম স্কুল সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে চেয়ারম্যান বেবী

ফকিরাঘোনা-কেপিএম স্কুল সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে চেয়ারম্যান বেবী

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাইঃ- এডিবি’র অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা-কেপিএম স্কুল সড়কে ধারক দেয়াল ও ব্রীক সলিং এর কাজ দ্রুত এগিয়ে চলছে। ওই কাজ মঙ্গলবার (১ জুন) সরেজমিন দেখতে যান চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান মনা, ইউপি সদস্য ফুসকারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।

ইউপি চেয়ারম্যান বেবী জানান, দীর্ঘদিন ধরে ফকিরাঘোনা-কেপিএম স্কুল সড়কটি ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে এ সড়ক দিয়ে চলাচলরত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে বিভিন্ন অসুবিধা হতো।

এর প্রেক্ষিতে এডিবির অর্থায়নে ৩ লাখ টাকা ব্যয়ে ওই সড়কের ধারক দেয়াল নির্মাণ ও ব্রীক সলিংয়ের কাজ শুরু করা হয়। সড়কের কাজটি বাস্তবায়ন করছে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ। দ্রুত কাজটি সম্পন্ন হলে ওই সড়ক পথে বিদ্যালয়ে যাতায়াত করতে শিক্ষার্থীদের আর কোন বাধা থাকবে না বলে তিনি জানান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়