রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২০

ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ২১২

ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ২১২

ছবি: সংগৃহীত


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশকে জয়ের জন্য ২১২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। পচেফস্ট্রুমে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান তুলতে পারে কিউইরা। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে নিউজিল্যান্ডের যুবারা। ইনিংসের দ্বিতীয় ও ব্যক্তিগত প্রথম ওভারে রাইস মারিউকে (৫) সাজঘরে ফেরান শামীম। এরপর দলীয় ৩০ রানে আঘাত হানেন রাকিবুল ইসলাম। আরেক ওপেনার হোয়াইটকে ১৮ রানে সাজঘরে ফেরান তিনি।

দলীয় ৫৯ রানের মাথায় আবারো আঘাত হানেন শামীম। শামীমের বলে ২৪ রান করে মাহমুদুলের হাতে ধরা পড়েন লেলম্যান। দলীয় ৭৪ রানের মাথায় স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে পরাস্ত হন কিউই অধিনায়ক জেসে তাসকফ (১০)।

এরপার বেকহ্যাম ও লিডস্টনের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে কিউইরা। তাদের ৬৭ রানের জুটি ভাঙেন শরিফুল। ৪৪ রান করে শরিফুলের লেগ বিফোরের ফাঁদে পড়েন লিডস্টন। এর পরপরই মুরাদের দ্বিতীয় শিকারে পরিণত হন উইকেটকিপার ব্যাটসম্যান সুন্দে (১)।

গ্রিনালের  ৮৩ বলে ৭৫ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ২১১ রান তুলতে পারে নিউজিল্যান্ড।

নিজেদের ইতিহাসে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলার জন্য বাংলাদেশের দরকার ২১২ রান।

আলোকিত রাঙামাটি