রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২৯, ১৩ মে ২০২১

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটি।

বনরূপা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল  বারবার ফিলিস্তিনিদের উপর হামলা করে প্রমান করেছে তারা সন্ত্রাসী রাষ্ট্র। এসব হামলায় আমেরিকা ইসরাইলকে ইন্দন যোগাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। ইসরায়েলের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সকল দেশকে প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানানো হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই হামলার প্রতিবাদ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা। একই সাথে সমাবেশ থেকে ফিলিস্তিনি জনগনের উপর বারবার ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী সুলতান মাহমুদ আল ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী সেকান্দর হোসাইন আল ক্বাদেরী, জেলা গাউসিয়া কমিটির সদস্য সচিব ও বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মুহাম্মদ আবু সৈয়দ।

মুহাম্মদ ইব্রাহিম জাবেদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আজম খান, রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মিনি ট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ্ব সাব্বির আহমেদ ওসমানী, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরীসহ বিভিন্ন মসজিদের ইমাম, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়