রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:২২, ৩১ ডিসেম্বর ২০২০

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার

ফুলপুরে ঘর পাবে গৃহহীন ৯৭ পরিবার

ফুলপুরে ঘর পাবে গৃহহীন ৯৭ পরিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ২শতাংশ করে ভূমি ও আধা পাকা টিন শেড ঘর পাচ্ছেন। এ উপহার যাতে যথাযোগ্য ব্যক্তিরা পান সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার। তাকে সহযোগিতা করছেন, বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান- মেম্বারগণ, ভূমি কর্মকর্তারা, উপজেলা চেয়ারম্যানসহ অনেকে প্রমুখ।

গতকাল নির্মাণাধীন এসব ঘর পরিদর্শনে গেলে ঘরের হবু বাসিন্দারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী’ লেখা প্লেকার্ড উঁচিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, সরকারের এ কাজ দেখে শুধু সহায় সম্বলহীন অসহায় উপকারভোগীরাই নয় বরং এলাকাবাসীও খুব খুশি। আমরা প্রধানমন্ত্রীর এ প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কদিন আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এ প্রকল্প পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

সূত্র:- বাংলাদেশ প্রতিদিন

আলোকিত রাঙামাটি