রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:০৬, ৭ জুলাই ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লংগদুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লংগদুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

। ওমর ফারুক মুছা (লংগদু) । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ, বনজ ও ওষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) লংগদু উপজেলা পরিষদ প্রাঙ্গন, রেষ্টহাউজ প্রাঙ্গন ও কৃষি অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে লংগদু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ক্যাথোয়াই প্রু মারমা উপস্থিত ছিলেন।

এছাড়াও লংগদু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবকে সভাপতি শাহনেয়াজ ফারুক, সাবেক সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, লংগদু উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন সহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। শেষে অতিথিগণ দেড়শতাধিক ফলদ ও ওষধি গাছের চারা বিতরণ করেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়