রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:২৫, ২১ ডিসেম্বর ২০২০

বছরের দীর্ঘতম রাত আজ

বছরের দীর্ঘতম রাত আজ

চলতি বছরের দীর্ঘতম রাত সোমবার। ছবি: সংগৃহীত


বাংলাদেশসহ উত্তর গোলার্ধে চলতি বছরের দীর্ঘতম রাত আজ সোমবার। সৌরজগতে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন নিয়মের কারণেই প্রতিবছর ২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত।

সোমবার সন্ধ্যায় কয়েকশ’ বছর পর আবার উজ্জ্বল গ্রহ বৃহস্পতি ও শনিকে একসঙ্গে মিশে যেতে দেখা যাবে। এ মহাজাগতিক ঘটনা ‘দ্য গ্রেট কনজাংশন অব ২০২০’ নামে পরিচিতি।

জ্যোর্তিবিজ্ঞানের বিভিন্ন নিবন্ধ অনুযায়ী, ২১ ডিসেম্বর সূর্য পৃথিবীর মকরক্রান্তি রেখা বরাবর অবস্থান করে। তাই উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। সূর্যের এমন অবস্থানের কারণে এদিন পৃথিবীর উত্তর গোলার্ধে দ্রুত সন্ধ্যা নেমে আসে। কিন্তু এর পর দিন ভোর হয় দেরিতে।

আজ সূর্যাস্তের পরে দক্ষিণ-পশ্চিম দিগন্তে দুই গ্রহকে খুব কাছাকাছি দেখা যাবে। যদিও আকাশে খুব কাছাকাছি থাকলেও দুই গ্রহের দূরত্ব ৭৩ কোটি কিলোমিটার। এ সময় টেলিস্কোপে বৃহস্পতির দু-একটি উপগ্রহও দেখা যেতে পারে।

জ্যোর্তিবিজ্ঞানীরা আরো বলেন, ওই দিনও দক্ষিণ গোলার্ধে বিপরীত চিত্র দেখা যায়। অর্থাৎ ২১ জুন সেখানকার বাসিন্দারা দীর্ঘতম রাত এবং ২২ জুন ক্ষুদ্রতম দিনের অভিজ্ঞতা পান। এরপর পর্যাক্রমে সূর্য ফের বিষুব রেখা (শারদ) বরাবর অবস্থান নিয়ে দুই গোলার্ধেই দিন-রাত্রি সমান হয়।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ